চালু রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট, বন্ধের নির্দেশনা পাইনি
অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কে ফোর-জি সংযোগ বন্ধের করা হলেও চালু রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইন। এখন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনাও দেওয়া হয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
বিজ্ঞাপন
রোববার (৪ আগস্ট) দুপুরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে তিনি বলেন, এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধের কোনো নির্দেশনা আমরা পাইনি। সারাদেশে আইএসপি গ্রাহকরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাচ্ছেন। তবে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইজিজি) কোম্পানির সার্ভার থেকে আমরা অনেকক্ষণ ধরে আপডেট পাচ্ছি না। ফলে অনেকেই ভিপিএন চালু করেছে। ফলে কিছুটা ধীরগতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, আজ দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে মোবাইল নেটওয়ার্কে ফোর-জি সেবা বন্ধ করা হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে।
আরএইচটি/এসকেডি