এবার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নারী উদ্যোক্তারা
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এবার রাজপথে নেমেছেন নারী উদ্যোক্তারা।
বিজ্ঞাপন
শনিবার শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ব্যানারসহ নারী উদ্যোক্তারা সমবেত হয়েছেন।
নারী উদ্যোক্তারা বলেন, আমাদের সন্তানরা অধিকার আদায় করতে গিয়ে রাজপথে শহীদ হয়েছে। তাই আমরা ঘরে বসে থাকতে পারিনি। রাজপথে চলে এসেছি। আমাদের সন্তান হত্যার বিচার চাই। স্বৈরাচারী শেখ হাসিনার পতন চাই। একটা নিরাপদ বাংলাদেশ আমাদের দাবি। যে বাংলাদেশে বাসার ছাদে খেলতে পুলিশের গুলিতে শিশুদের মৃত্যু হবে না।
বিজ্ঞাপন
বৃষ্টি উপেক্ষা করে সমবেত হচ্ছেন মুক্তিযোদ্ধারাও
বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি জড়ো হচ্ছেন মুক্তিযোদ্ধারাও৷
বিজ্ঞাপন
শহীদ মিনারের মূল বেদি এবং সংলগ্ন সড়কে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে গলা মিলিয়ে স্লোগান দিচ্ছেন তারাও।
এ সময় তারা ‘শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এমএইচডি/এসকেডি