শিক্ষার্থী ও জনসাধারণের জন্য নিরাপদ পরিবেশ চান আলেম সমাজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন দেশের সাধারণ ও তরুণ আলেম সমাজ। এর অংশ হিসেবে ‘আমারও কিছু বলার আছে’ শিরোনামে এক সংহতি সমাবেশ করেছেন তারা। সমাবেশ থেকে শিক্ষার্থী ও জনসাধারণের জন্য নিরাপদ পরিবেশ চেয়েছেন সাধারণ আলেম সমাজ।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর কাজলায় আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এ ঘোষণা দেন সাধারণ ও তরুণ আলেম সমাজ।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, বিগত কয়েকদিনে শতশত ছাত্র-জনতাকে হত্যা, জুলুম ও নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ আলেম সমাজ। কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ, নিরস্ত্র, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন দমন পীড়ন চালানো হয়েছে। দুই শতাধিক নাগরিক প্রাণ হারিয়েছেন, ছয় হাজারের বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন।
আরও পড়ুন
তারা বলেন, নিহতদের মধ্যে ৪-১৬ বছরের শিশু কিশোর রয়েছে। অনেকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছে। বাড়িতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে।
সংহতি সমাবেশে বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক ও গবেষক আলেম মুসা আল হাফিজ, শরিফ আবু হায়াত অপু, মুফতি রিদওয়ান হাসান, মুফতি আব্দুল্লাহ আল মাসউদ, মুফতি তানজীল আরেফিন আদনান, আশরাফুল হক, মাওলানা আশারফ মাহদী, রকিব মুহাম্মদ, উমারা হাবিব, কবি মুহিম মাহফুজ, এহতেশামুল হক সাখী, ইউসুফ পিয়াস, জাবির মাহমুদ হাবিব, মাসউদুর রহমান প্রমুখ।
এনটি