কোটা সংস্কার আন্দোলন
ঢাবি ও সাংস্কৃতিক পরিষদের সঙ্গে মাঠে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) দুপুর আড়াইটায় অবস্থান কর্মসূচি শুরু হয়।
আরও পড়ুন
এর আগে কওমি শিক্ষার্থীর বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগ যান। সেখান থেকে ফেরার পথেই প্রেস ক্লাবের সামনে ঢাবি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা।
আন্দোলনের ফলে পল্টন থেকে প্রেস ক্লাবমুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করা গেলেও এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এ সময় আন্দোলনকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
ওএফএ/এসকেডি