কোটা আন্দোলনের আড়ালে নাশকতাকারীদের বিচার করতে হবে
কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নাশকতায় জড়িতদের শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার (৩১ জুলাই) নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তিনি।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার ক্ষোভ স্বাধীনতাবিরোধীরা ভুলেনি। একারণে তারা বিভিন্ন সুযোগে নাশকতা চালিয়ে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করতে চায়। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বর্তমান সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি কিছু অপশক্তি মিলে সারা দেশে নাশকতা চালিয়েছে একটি চক্র। সাধারণ ছাত্ররা স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র বুঝতে পেরে ঘরে ফিরে গেছে। কিন্তু নাশকতাকারীরা থেমে থাকেনি। আন্দোলনের নামে ভাড়া করা লোক ও বেকার যুবকদের দিয়ে দেশজুড়ে নাশকতা চালায়।
তিনি বলেন, নাশকতাকারীরা পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। মুরাদপুরে ছয়তলা ভবন থেকে স্বাধীনতার পক্ষের ছাত্রদের নির্মমভাবে ফেলে হতাহত করেছে। ওরা দেশের গুরুত্বপূর্ণ ও জনগণের স্বপ্নের স্থাপনাগুলোকে বেছে বেছে হামলা চালিয়েছে। এই নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের সমূলে উৎপাটন করতে হবে। এর মাধ্যমে দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হবে। এদের দোসর, অর্থায়নকারী, সহায়তাকারীদেরও চিহ্নিত করতে হবে। এরা শাস্তি না পেলে বারবার এরা আমাদের দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুচ ছালাম ও সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
এমআর/পিএইচ