ডেমরায় স্বামীর সঙ্গে ঝগড়া, ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ
রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগরের বাসা থেকে জান্নাতুল ফেরদৌস (১৮) নামে একে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জান্নাতুল চাঁদপুরের হাজীগঞ্জ থানার কাপাইগাব গ্রামের মহসিন মোল্লার মেয়ে। বর্তমানে ডেমরার পশ্চিম বক্সনগর ৯৭/৪ নং বাসায় স্বামী রিমনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নুরজাহান আক্তার বলেন, আমরা খবর পেয়ে আজ দুপুর ১২টার দিকে বাসার স্টোর রুমের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করি। পরে তার মরদেহ সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।
তিনি বলেন, নিহতের স্বামী ও তার পরিবারের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দশটার সময় তার স্বামী রিমনের সাথে রাগ করে খাবার না খেয়ে শুয়ে পড়ে। আজ সকাল আটটায় রিমন কাজে বাইরে গেলে জান্নাতুল তার ঘরের দরজা বন্ধ করে দেয়।
নুরজাহান আক্তার বলেন, তার শাশুড়ি ও বাড়ির মালিকসহ আশপাশের লোকজন দরজা ধাক্কাধাক্কি করে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। পরে আমরা স্টোর রুমের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করি। পরিবারের লোকজন জানান, জান্নাতুল অন্তঃসত্ত্বা ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/কেএ