চট্টগ্রামে আবারও বিক্ষোভের চেষ্টা
কোটা সংস্কারকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আবারও বিক্ষোভের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। সোমবার (২৯ জুলাই) দুপুরে নগরের কাজীর দেউরি এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন তারা। পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি এসে অবস্থান নেয়।
এর আগে সোমবার বিকেল ৩টার দিকে জামালখান প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু পুলিশি তৎপরতায় সেখানে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারেননি তারা। কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে ৩ জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে একজন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ ঢাকা পোস্টকে বলেন, এমনিতে সভা-সমাবেশ করলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তারা পুলিশ থেকে কোনো অনুমতি নেয়নি। এছাড়া কারফিউ চলাকালীন সময়ে শিথিল থাকলেও কোনো সভা-সমাবেশ করা যায় না।
কেউ যদি আইনভঙ্গ করে কর্মসূচি পালন করে পুলিশ সেক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবে বলেও জানান তিনি।
এমআর/জেডএস