কোটা সংস্কার আন্দোলনে চবি শিক্ষার্থীর মৃত্যু
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হৃদয় চন্দ্র তরুয়া নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী মারা গেছেন।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয় চবির ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার।
আরও পড়ুন
এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন হৃদয়। ওইদিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। তারা হৃদয়ের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জানা গেছে, হৃদয়রা দুই ভাইবোন। এর মধ্যে হৃদয় ছিলেন ছোট। তার বড় বোন মিতু রানীর বিয়ে হয়েছে। হৃদয়ের বাবা রতন চন্দ্র তরুয়া পেশায় কাঠমিস্ত্রি। টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ জোগাতেন হৃদয়।
এমআর/এমজে