নরসিংদী জেলা কারাগারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সেনাপ্রধান
দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া, চলমান কারফিউয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি।
বুধবার (২৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিধপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শেরপুর ও নরসিংদী জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া, তিনি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পর্যবেক্ষণ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসি/কেএ