কারফিউয়ের কারণে মালয়েশিয়া যাননি সিইসি
কারফিউয়ের কারণে ছয়দিনের মালয়েশিয়া সফর স্থগিত করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে কারফিউ জারি করে সরকার।
ইসি কর্মকর্তারা জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ছয়দিনের মালয়েশিয়া সফর স্থগিত করেন। শিডিউল অনুযায়ী গত ২০ জুলাই সিইসির মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তবে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে জারিকৃত কারফিউয়ের কারণে সিইসি তার সফর স্থগিত করতে বাধ্য হন।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে প্রবাসী ভোটার কার্যক্রমের উদ্বোধন সংক্রান্ত মালয়েশিয়ার সফর স্থগিত করেছেন সিইসি। তবে বর্তমানে প্রবাসে ভোটার কার্যক্রম চলমান আছে।
দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় শুধুমাত্র ভোটার ভেরিফিকেশন ছাড়া প্রবাসীদের আঙুলের ছাপ ও ভোটারের ছবি তোলার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
এসআর/এমএসএ