বাংলা একাডেমির নতুন ডিজি ড. রশিদ আসকারী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারীকে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
হারুন-উর-রশিদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান এবং এই বিশ্ববিদ্যালয়ের উপযাচার্যের দায়িত্ব পালন করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তার ১০টি গ্রন্থ ও ১২টি প্রবন্ধ প্রকাশনা রয়েছে। আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৯৯-২০০০) ছিলেন। তিনি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আজীবন সদস্য।
তিনি ১৯৬৫ সালের ১ জুলাই রংপুর জেলার মিঠাপুকুরের আসকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
জেডএস