কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করছি
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত্য পোষণ করছি।
আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, আন্দোলনকারীদের সাথে আমরা বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসবো।
আইনমন্ত্রী চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব কথা বলেন।
হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এুগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।