চট্টগ্রামেও মোবাইল ইন্টারনেটে ধীরগতি, ফেসবুক ব্যবহারে সমস্যা
চট্টগ্রামের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না অনেকে।
বুধবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
কেউ এসব যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারলেও বার্তা বা ছবি পোস্ট করতে পারছেন না। এমনকি অন্যদের পোস্টে ক্লিক করে বার্তা বা ছবি দেখতেও পারছেন না। শুধু তা-ই নয়, ফেসবুকের হালনাগাদ পোস্ট খুঁজে পেতেও সমস্যা হচ্ছে অনেকের।
আরও পড়ুন
সাইদুল ইসলাম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানিয়েছেন, ‘মোবাইল ফোনে ইন্টারনেট ধীরগতিতে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বাকলিয়ার এক্সেস রোড এলাকায় রাত থেকে ব্যবহার করা যাচ্ছে না।’
কাজীর দেউড়ী এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ব্রডব্যান্ড সংযোগ ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। বাসা থেকে বের হলেই ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফেসবুক-মেসেঞ্জারে আপডেট কিছু আসছে না।
নগরীর দুই নম্বর গেইট এলাকার বাসিন্দা মৃন্ময় সাহা ঢাকা পোস্টেকে বলেন, ‘স্বাভাবিকভাবে এখানে ফোর-জি ইন্টারনেট থাকে। সকালে ঘুম থেকে উঠে দেখছি নেটওয়ার্ক ‘ই’।’
আরএমএন/এমএসএ