মৌলভীবাজারে জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুলাই) রাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল জামায়াতের নেতারা। তারা সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের বিভিন্ন চুক্তি বাতিলের দাবির অজুহাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতিসাধন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা জামাতের আমিরকে গ্রেপ্তর করা হয়।
এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিকেলে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওমর ফারুক নাঈম/জেডএস