ভিসির বাসভবনের সামনে মুখোমুখি পুলিশ-আন্দোলনকারী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও কোটাবিরোধী আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে ভিসির বাসভবনের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থায় দেখা যায়।
আরও পড়ুন
রাতে সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে আন্দোলনকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন।
এর আগে বিশ্ববিদ্যালয় এলাকার পরমাণু শক্তি কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছিল প্রায় দুই শতাধিক পুলিশ। সেখান থেকে তাদের সরিয়ে উপাচার্যের বাসভবনের সামনে নিয়ে আসা হয়।
এদিকে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। এরপর বুয়েট শিক্ষার্থীরা দুই দফায় মিছিল নিয়ে সেখানে অবস্থান নেন। পরে রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে ফুলার রোড হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
জেইউ/এমজে