শিগগিরই ব্যবস্থা নেবে পুলিশ
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ প্রায় চার ঘণ্টা ধরে চলছে। উভয়পক্ষই ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন। তবে শিগগিরই সবাইকে নিবৃত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা পোস্টকে এ কথা জানান পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, আমরা তিনটা পর্যন্ত পর্যায়ক্রমে ওদেরকে (আন্দোলনকারীদের) শান্ত করার চেষ্টা করেছি। এখন আমরা সতর্ক অবস্থানে আছি। আবারও তাদেরকে শান্ত করার জন্য চেষ্টা করব।
আরও পড়ুন
দীর্ঘ সময় ধরে চলা এই সংঘর্ষ বন্ধে কখন উদ্যোগ নেওয়া হতে পারে— জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, আমরা কিছুক্ষণের মধ্যেই আবারো চেষ্টা করছি।
সরেজমিনে সায়েন্সল্যাব এলাকা ঘুরে দেখা গেছে, দুপুর ২টা থেকে শুরু হওয়া সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া এখনো চলছে। এমন অবস্থায় এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সংঘর্ষের চার ঘণ্টা পার হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়নি।
এর আগে বেলা ১১টায় কোটাবিরোধী আন্দোলনকারীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এরপর ঢাকা কলেজ ছাত্রলীগ বেলা ২টার দিকে সেখানে অবস্থান নিতে গেলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় দুই পক্ষকেই ইটপাটকেল ছুড়তে দেখা গেছে।
আরএইচটি/এমজে