নতুনবাজার-কুড়িল সড়কে থেমে থেমে চলছে যানবাহন
রাজধানীর নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করে কোটাবিরোধী আন্দোলন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নতুনবাজার থেকে রামপুরাগামী রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে।
তবে বিকেলে ৪টা থেকে নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল শুরু হয়েছে।
রাজধানীর নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় বিকেল চারটার পর থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়েছে। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে কুড়িল বিশ্বরোডগামী রাস্তার দিকে এগোচ্ছে।
আরও পড়ুন
এদিকে নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তায় এখনো অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে এ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ জন হেঁটে নিজ গন্তব্যে যাচ্ছেন।
এমএসি/এসএম