ইতিবাচক মনোভাব মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে সাময়িকভাবে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই।
বৃহস্পতিবার (১১ জুলাই) দিল্লিতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাতে এ প্রত্যাশার কথা জানান।
বৈঠকে হাছান মাহমুদ মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে তাদের আগের আলোচনাগুলোর কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, মিয়ানমার দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা তাদের দেশ থেকে জোরপূর্বক উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রিত নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত আছে। কিন্তু এটি কার্যে পর্যবসিত হওয়ার চিহ্ন এখনো পরিলক্ষিত হয়নি।
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলেই কেবল মিয়ানমার তাদের প্রতিশ্রুতি রক্ষার নজির রাখতে পারে।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেন এবং তার সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রত্যাবাসন শুরুর অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।
এনআই/এসএসএইচ