জাপান দূতাবাসের গ্রাসরুট গ্রান্ট প্রকল্প হস্তান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে গ্রাসরুট গ্রান্ট প্রকল্প হস্তান্তর করেছে ঢাকায় জাপানের বাংলাদেশ দূতাবাস। এ প্রকল্পের অধীনে জাপান দূতাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৭৫ লাখ (৭.৫ মিলিয়ন) টাকা অনুদান সহায়তা করছে।
মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে গ্রাসরুট গ্রান্ট প্রকল্প হস্তান্তর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্প হস্তান্তর করা হয়।
জাপান দূতাবাস সাংস্কৃতিক তৃণমূল প্রকল্পের জন্য অনুদান সহায়তা প্রকল্পের অধীনে শ্রেণীকক্ষ এবং শিক্ষক কক্ষের উন্নতির জন্য আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় ৭.৫ মিলিয়ন বাংলাদেশি টাকার অনুদান প্রদান করছে। এ প্রকল্পের অধীনে জাপানি ভাষা ও সংস্কৃতি কর্মসূচির জন্য তিনটি নতুন শ্রেণীকক্ষ এবং তিনটি শিক্ষকের কক্ষ নির্মাণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাঈদুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ আনসারুল আলম, ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, আমি আশা করি স্টেকহোল্ডাররা এটিকে দক্ষতার জন্য ব্যবহার করতে পারবেন। এই ক্যাম্পাসে যারা জাপানি ভাষার বিষয়ে আগ্রহী তাদের জন্য এই ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবে।
এনআই/এমজে