আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ জুলাই) তাকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রাজশাহী জেলার বাঘা উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় বাঘা থানায় হওয়া মামলার ১নং আসামি বাঘা পৌর মেয়র মো. আক্কাস আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি মতিঝিল বিভাগ। বাকি গ্রেপ্তাররা হলেন– মজনু, টুটুল, আব্দুর রহমান ও স্বপন। তাদের রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
প্রসঙ্গত, গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এসময় পৌর মেয়রের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর থেকে আক্কাছ আলী ঢাকায় এসে আত্মগোপন করেন।
এমএসি/এসএসএইচ