কমছে করোনা রোগী, ফাঁকা হচ্ছে আইসিইউ
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের হার দিন দিন কমতে শুরু করেছে। ফলে হাসপাতালগুলোতেও সাধারণ ও আইসিইউ শয্যা পেতে হাহাকার কমে এসেছে। বর্তমানে দেশের মোট আইসিইউ শয্যার অর্ধেকই খালি রয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সারাদেশের মোট এক হাজার ৯০টি কোভিড আইসিইউ শয্যার মধ্যে ৫৮৬টিই খালি রয়েছে।
মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের আট বিভাগের হাসপাতালগুলোর মোট ১২ হাজার ২৮৯টি কোভিড ডেডিকেটেড সাধারণ শয্যা রয়েছে। এর মধ্যে এখন ৯ হাজার ২৯১টি শয্যাই খালি রয়েছে। এছাড়াও এক হাজার ৯০টি কোভিড আইসিইউ শয্যার মধ্যে ৫৮৬টিই খালি রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১৬৯টি করোনার সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১৩০টি; সেখানে ২৬ আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে আটটি। ৫০০ শয্যা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩০০টি সাধারণ শয্যার ২১১টিই খালি রয়েছে; ১০ আইসিইউর সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৭৪টি সাধারণ শয্যার মধ্যে ১২৫টিই খালি রয়েছে; ১৬ আইসিইউর ৯টিতেই কোনো রোগী নেই।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ঢাকা মহানগরের ১৩টি সরকারি হাসপাতালের মধ্যে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৭০৫টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ২৮৬টি, মোট ২০ আইসিইউর একটিও খালি নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ২৩০টি সাধারণ শয্যার মধ্যে খালি ১৪৪টি, ২০টি আইসিইউ শয্যার ৬টি খালি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মোট ৩০০ সাধারণ শয্যার ২১১টি খালি পড়ে আছে, ১০ আইসিইউ শয্যার সবকটিতেই রোগী ভর্তি।
মুগদা জেনারেল হাসপাতালের মোট ৩৬০টি সাধারণ শয্যার মধ্যে বর্তমানে ২৬৪টি খালি রয়েছে, ২৪ আইসিইউ শয্যার খালি রয়েছে ৫টি। কুয়েত মৈত্রী হাসপাতালের মোট ১৬৯টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৩০টি এবং ২৬ আইসিইউ শয্যার খালি রয়েছে আটটি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মোট ১৭৪টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১২৫টি এবং মোট এদিকে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ২৮৮টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ২০৪টি এবং ১০ আইসিইউ শয্যার খালি ৫টি। সরকারি কর্মচারী হাসপাতালের ৯৪টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৮৪টি এবং ৬ আইসিইউ শয্যার মধ্যে খালি ৩টি। রাজারবাগ পুলিশ হাসপাতালের ৪৮৫টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৪০৯টি এবং ১৫ আইসিইউ শয্যার মধ্যে খালি ৮টি। সংক্রামক ব্যাধি হাসপাতালের ১০টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৯টি।
জাতীয় হৃদরোগ হাসপাতালের (এনআইসিভিডি) মোট ১৩৭টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১১৯টি। টিবি হাসপাতালের ২০০টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১৮৬টি এবং ৫ আইসিইউ শয্যার মধ্যে খালি ৪টি।
মহাখালীর ডিএনসিসি মার্কেটে নির্মিত হাজার শয্যার করোনা হাসপাতালে মোট ২০০ সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১৬৩টি এবং ১০০ আইসিইউ শয্যার খালি রয়েছে ২৬টি।
করোনায় আরও ৬১ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৭০৫ জন। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জনে।
টিআই/এফআর