ইসলামী আন্দোলনের বিক্ষোভ ঘিরে বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার
জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সাদা পোশাকে কাজ করছে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার (৫ জুলাই) জুমার নামাজের পর দলটির বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। একইসঙ্গে সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে তারা।
দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, বায়তুল মোকাররম এলাকার উত্তর, দক্ষিণ, পূর্বসহ মসজিদে প্রবেশের সবগুলো পথেই পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে পল্টন মোড় থেকে বাইতুল মোকাররম অভিমুখের সড়কের উভয় পাশে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। একইসঙ্গে ভাসমান বিভিন্ন দোকান, দাঁড়িয়ে থাকা রিকশা ও হকারদের সরিয়ে দিতেও দেখা গেছে। আবার এই সড়কের বিভিন্ন স্থানে গাড়িতে করেও টহল দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
অপরদিকে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে আজকের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বিশেষ অতিথি থাকবেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
সভাপতিত্ব করবেন ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
আরএইচটি/এমএ