কাওলায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর কাওলায় গাজীপুরমুখি সড়কে এনা পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা ট্রাফিক বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, আজ রাত ৯টার দিকে কাওলা এলাকায় ঢাকা থেকে হবিগঞ্জগামী এনা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
তিনি বলেন, পরে খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ এসেছে। বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
এমএসি/এমএ