পতেঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, গুরুতর আহত শিশু
পতেঙ্গা সৈকতের ওয়াকওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পতেঙ্গা সৈকত জোনে ওয়াকওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মনজুরুল আমল শিফন (২২)। তিনি নগরীর ধনীয়ালা পাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেল চালক ওয়াকওয়ের পতেঙ্গা সৈকত জোনে এক শিশুকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালানোর সময় চরপাড়া স্লুইজ গেট এলাকায় নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।
পতেঙ্গা থানার উপপরিদর্শক শাহাদাত হোসাইন ঢাকা পোস্টকে বলেন, শিশুকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেল চালক শিফনের মৃত্যু হয়।
তিনি বলেন, আহত শিশু এখন চট্টগ্রাম মেডিকেলের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএমএন/এমএ