চট্টগ্রামে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের খুলশী আবাসিক এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে জাহরাহ (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে খুলশী আবাসিক এলাকার ৬ নম্বর রোডের সানমার পার্ক ‘অ্যাভিনিউ ভবনে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহরাহ শিল্প গ্রুপ বিএসআরএমের ফিন্যান্স ডিরেক্টর জোহায়েরের কন্যা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘ছয় তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।’
বিএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তপন সেন গুপ্ত জানান, জাহরাহ দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার রাতে অস্থির হয়ে ভবনের ছাদে পায়চারি করতে গেলে অসাবধানতাবশত পড়ে যান। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএমএন/এসকেডি