ঢাকায় সমুদ্র আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
ঢাকায় সমুদ্র আইনবিষয়ক চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ওলংগং বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান রিসোর্সেস অ্যান্ড সিকিউরিটির (এএনসিওআরএস) সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
সোমবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীসহ ৩০ জন এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। তিনি সমুদ্র আইন নিয়ে প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের জোর দেন।
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন এতে উপস্থিত ছিলেন। হাইকমিশনার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আগামী কয়েক দিনের জন্য একটি ফলপ্রসূ এবং সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবেন বলে অভিমত ব্যক্ত করেন।
এনআই/জেডএস