মেয়াদ শেষে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সচিব মো. আলী হোসেন
চাকরির মেয়াদ শেষে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।
আগামী এক বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়ে রোববার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
এতে জানানো হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী মো. আলী হোসেনকে তার অবসরোত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৩ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।
এসএইচআর/এমজে