পানির ফিল্টারের ঘোষণা, কনটেইনারে এলো ৫০ লাখ সিগারেট
পানির ফিল্টার আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে নিয়ে আসা বিদেশি সিগারেটের একটি বড় চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দা দপ্তর।
বৃহস্পতিবার (২৭ জুন) মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে যৌথ অভিযান চালিয়ে ৫০ লাখ সিগারেট ভর্তি একটি কনটেইনার জব্দ করা হয়।
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম-পরিচালক মো. সাইফুর রহমান জানান, পানি বিশুদ্ধিকরণ যন্ত্রের ঘোষণা দিয়ে থাইল্যান্ড থেকে ৫০ লাখ সিগারেট ভর্তি কনটেইনারটি আমদানি করা হয়। ওই কনটেইনারে প্রায় ৫০ লাখ পিস মন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে। এর দাম আনুমানিক পাঁচ কোটি টাকা।
পানি বিশুদ্ধকরণ যন্ত্র আমদানিতে করহার ২৫ শতাংশ। অন্যদিকে, সিগারেট আমদানিতে ৬০০-৬৫০ শতাংশ কর দিতে হয় বলে জানান কাস্টমস কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, প্যাকেটে ধূমপানবিরোধী সতর্কবার্তা লেখা নেই, এমন বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ।
নিয়ম অনুযায়ী সিগারেটের মান ঠিক থাকলে চালানটি বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাছে বিক্রি করা হবে। না হলে আইন অনুযায়ী ধ্বংস করা হবে বলে জানান কর্মকর্তারা।
কেএ