মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন। এতে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), মো. আব্দুল আজিজ, শাহিদা তারেখ দীপ্তি, সৈয়দা জাকিয়া নূর, পারুল আক্তার, মোসা. তাহমিনা বেগম, রেজিয়া ইসলাম এবং সাবেরা বেগম।
আরও পড়ুন
বৈঠকে জাতীয় মহিলা সংস্থার পরিচালিত বর্তমানে কতগুলো প্রকল্প/কর্মসূচি চলমান রয়েছে এবং কতগুলো প্রকল্প সমাপ্ত হয়েছে, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গৃহকর্মী নারীদের কাজগুলোকে অর্থনৈতিক কাজ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করে।
বৈঠকে দেশের ৬৪ জেলা ও ৫০ উপজেলায় জাতীয় মহিলা সংস্থা যেসব কার্যক্রম গ্রহণ করেছে তা সচল রাখার জন্য মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করার জন্য কমিটিকে সুপারিশ করা হয়।
এমএইচএন/এমজে