ডিএমপির ঊর্ধ্বতন পদে তিন কর্মকর্তার বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন পদে তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজনসহ ঊর্ধ্বতন পদে তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
এমএসি/এসএম