এইচআর হওয়ার সুযোগে নিয়েছিলেন অতিরিক্ত বেতন, অবশেষে...
প্রতিষ্ঠানের এইচআর হলে কি কোনো বাড়তি সুবিধা পাওয়া যায়? অনেকেই এই প্রশ্নের উত্তরে না বলবেন। কিন্তু সিঙ্গাপুরে একটি সংস্থার এইচআর হওয়ার সুবাদে বেতন বাড়িয়ে নিয়েছেন এক কর্মী। আর সেই অপরাধে তাকে শেষ পর্যন্ত কারাগারে যেতে হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের ডি’পারসেপশন নামের একটি ইন্টেরিয়র ডিজাইন কোম্পানির বেতন সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকা ট্যান লি নাহ নামের এক নারী কর্মী প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা অতিরিক্ত বেতন নেন। এই বিপুল টাকা অতিরিক্ত বেতন তিনি সন্তানের পড়াশোনার খরচ এবং বাবা-মায়ের চিকিৎসার পেছনে খরচ করেন। এছাড়া প্রতি মাসে তার মোটা অঙ্কের ভুয়া ভ্রমণ বিলের তথ্যও পাওয়া যায়।
২০১৭ সালে তিনি ওই প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যোগ দেন। দু’মাস পরেই সংস্থার থেকে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য তিনি বিভিন্ন খরচের ভুয়া বিল দিয়ে টাকা আদায় করতে শুরু করেন। এভাবে প্রায় আড়াই বছর ধরে তিনি প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা অতিরিক্ত বেতন নেন। নিজে এইচআর হওয়ার সুবাদে তিনিই একমাত্র সংস্থার পে-রোল সিস্টেমের পাসওয়ার্ড জানতেন। সেই সিস্টেম থেকেই এই বিপুল টাকা জালিয়াতি করেন। তবে এভাবে টাকা হাতিয়ে পার পাননি সেই এইচআর কর্মী। তাকে ১৮ মাসের কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।
তার অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনাটি উন্মোচিত হয়েছিল যখন একজন কর্মচারী প্রিন্টারে ট্যানের বেতন বিবরণীর একটি অনুলিপি দেখেছিলেন, যাতে তিনি দেখেন যে তার মূল বেতন ছাড়াও বিভিন্ন ভাতা পেয়েছেন। পরে ওই কর্মচারী ম্যানেজমেন্টকে সতর্ক করলে সে বিষয়ে তদন্ত শুরু হয়।
জেডএস