সংসদে স্বাস্থ্যমন্ত্রী
সেবার মূল্য নির্ধারণ হবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের
জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সেবার মূল্যের ফি নির্ধারণের জন্য কার্যক্রম চলমান রয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর রোগ নির্ণয় ফি নির্ধারণ করাসহ তা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর পদক্ষেপ গ্রহণ করেছে।
এসআর/কেএ