যাত্রাবাড়ী কাঁচাবাজারে দখল করা অবৈধ দোকান উচ্ছেদে ডিএসসিসির কমিটি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যাত্রাবাড়ী পাইকারি কাঁচাবাজারের আশপাশে দখল করা অবৈধ দোকান উচ্ছেদ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএসসিসি। পাশাপাশি এ কমিটি কারওয়ান বাজার মালিক সমিতির সঙ্গেও সমন্বয় করবে।
শনিবার (২২ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এ কমিটি গঠন করে দেন।
আরও পড়ুন
সচিব আকরামুজ্জামান জানান, তিন সদস্যের কমিটিতে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণ সেলের সহকারী প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া, ডিএসসিসির অঞ্চল-৫ এর উপ-কর কর্মকর্তা ফারুক আলম এবং ডিএসসিসির সম্পত্তি বিভাগের সার্ভেয়ার মিজানুর রহমান।
এএসএস/এসএসএইচ