গরমে-ঘামে অস্বস্তির ঈদযাত্রা, চাইলেও মিলছে না এসি বাসের সিট
একদিন বাদেই ঈদুল আজহা (কোরবানির ঈদ)। প্রিয় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এজন্য অন্যান্য টার্মিনালের মতো রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালেও ভিড় জমিয়েছেন ঘরমুখো মানুষ। তবে ভ্যাপসা গরম আর ঘামে ঈদযাত্রা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর স্বস্তির যাত্রার জন্য চাইলেও এসি বাসের টিকেট মিলছে না যাত্রীদের।
শনিবার (১৫ জুন) দুপুরে সরেজমিন দেখা যায়, সায়েদাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যাত্রীরা ভিড় জমিয়েছেন। কেউ একা, কেউ স্ত্রী-সন্তান ও মা-বাবাসহ বাড়ি ফেরার জন্য কাউন্টারগুলোতে অপেক্ষা করছেন।
দেখা যায়, শ্যামলী, হানিফ, স্টার লাইন, ড্রিম লাইন, সাকুরা, ইমাদ, এস আলম, সোহাগ, গোল্ডেন লাইন, স্বদেশ, লাল সবুজ, রয়েল, জননী, এনা, হিমাচল এক্সপ্রেস বাস কাউন্টারসহ অন্যান্য কাউন্টারে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। আবার কোনো কোনো বাস যাত্রী ভর্তি করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
বেসরকারি চাকরিজীবী আলী হোসেন ঢাকা পোস্টকে বলেন, আজকে থেকে অফিস ছুটি। পরিবারের সবাই গ্রামের বাড়ি নোয়াখালী থাকে। সবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। তবে গরমের কারণে অনেক ঘাম হচ্ছে। গরম আর ঘামে অস্বস্তিতে পড়েছি।
তিনি আরও বলেন, এসি বাসের টিকিট খুঁজেছিলাম। কিন্তু পাইনি। কাউন্টার থেকে বলেছে, এসি বাসের টিকিট পেতে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এজন্য নন-এসি বাসের টিকিট কেটেই বাড়ি যাচ্ছি। তাই গরম হলেও কিছু করার নেই। সহ্য তো করতেই হবে।
আমিনুর রহমান নামের আরেক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, আমার বাড়ি ফেনী। ঢাকায় ছোট একটা ব্যবসা করি। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়িতে বাবা, মা এবং ভাইসহ অন্যান্যদের সঙ্গে ঈদ করতে যাচ্ছি।
‘গরমের কারণে একটু কষ্ট হচ্ছে, তবুও ঈদের আনন্দের কাছে এ কষ্ট কিছুই নয়। এখন বাড়ি পর্যন্ত যাওয়ার অপেক্ষা’, বলেন এ যাত্রী।
ইমাদ পরিবহনের কাউন্টার মাস্টার আবির ঢাকা পোস্টকে বলেন, ঈদে গ্রামের বাড়ি যাওয়ার জন্য কাউন্টারে যাত্রীরা আসছে। গত বৃহস্পতিবার থেকে যাত্রীদের চাপ বেড়েছে, আজকেও অনেক বেশি।
সায়েদাবাদে বিভিন্ন বাসের টিকিট বিক্রি করেন আব্দুস সামাদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, আজকে যাত্রীর অনেক চাপ, বিকেলে এ চাপ আরও বাড়বে। আগামীকাল পর্যন্ত যাত্রীদের এ চাপ থাকবে।
তিনি বলেন, গরমের কারণে এসি বাসের চাহিদা অনেক বেশি। কিন্তু যাত্রী অনুযায়ী বাসের সংকট থাকায় সবাই এসি বাসের টিকিট পাচ্ছে না।
এসএইচআর/জেডএস