জমি নিয়ে বিরোধ, কোদালের কোপে প্রাণ গেল কৃষকের
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রতিপক্ষের কোদালের কোপে ফজল আহমদ (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (৯ জুন) বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপাড়ার তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত আবুল কাসেম (৫০) নামে আরেক কৃষককে আটক করেছে পুলিশ। তিনি এলাকার সাচি মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের শিকার ফজল আহমদও ওই এলাকার আলী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জায়গা নিয়ে ভুক্তভোগী ফজল ও কাসেমের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিল। রোববার জমিতে ঘাস কাটা নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এটি মারামারিতে রূপ নেয়। ঘটনার সময় কাসেমের হাতে থাকা কোদালের কোপে মাথায় আঘাতপ্রাপ্ত হয় ফজল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক কৃষককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/কেএ