জর্ডানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নূর-ই হেলাল
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমানকে জর্ডানে নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত নাহিদা সোবহানের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পেশাদার কূটনীতিক নূর-ই হেলাল বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকা ছাড়াও বস্তোয়ানা, নাবিবিয়া জাস্বিয়া, জিম্বাবুয়ে এবং লেস্তোতে সমদূরবর্তী হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।
তিনি পাকিস্তানের করাচি মিশনে ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর এবং কুয়েতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আফ্রিকা অনুবিভাগ ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন নূর-ই হেলাল।
নূর-ই হেলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের এমআইটির ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট প্রোগাম সম্পন্ন করেছেন।
এনআই/এসকেডি