উপহার সামগ্রী নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আইএফআরসি প্রেসিডেন্ট
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সফররত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) প্রেসিডেন্ট কেট ফোর্বস। এসময় তিনি ফিল্ড হাসপাতালও পরিদর্শন করেন।
মঙ্গলবার (৪ জুন) তিনি রোহিঙ্গাদের জন্য নানা ধরনের উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও তিনি কক্সবাজার জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান মানবিক কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিডিআরসিএস’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী, আইএফআরসি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক অ্যালেক্সান্ডার ম্যাথিউ, সিনিয়র কমিউনিকেশনস উপদেষ্টা সুসান মালান্দ্রিনো, সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী হেলাল, উপ-মহাসচিব সুলতান আহমেদ, আইএফআরসি’র হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা, সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ ঢাকা ও কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা।
এর আগে গতকাল (৩ জুন) ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বাংলাদেশে সফররত আইএফআরসি প্রেসিডেন্ট।
সেখানেও তিনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১টি হাইজিন কিট, ১টি মশারি, ২টি তারপলিন ও ২টি করে জেরিক্যান বিতরণ করেন।
টিআই/এমএসএ