বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
রাজধানীর বাড্ডার ডিআইটি রোডের একটি ভবনের নিচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শান্তা (২৭) মারা গেছেন।
রোববার (২ জুন) দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।
শান্তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে। মেরুল বাড্ডার ডিআইটি রোড এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে দগ্ধ অবস্থায় শান্তা নামে এক নারীকে আমাদের এখানে ভর্তি করা হয়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান তিনি।
নিহত শান্তার স্বামী নাসির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার ভোরে নামাজ পড়ে বাসা থেকে বেরিয়েছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাসায় ফিরে এসে দেখি আমার স্ত্রী দগ্ধ হয়ে পড়ে আছে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত তাকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। এই ঘটনায় তখন ঘটনাস্থলে সোলায়মান নামে এক যুবক মারা যায়। সে পাশের একটি হোটেলে কাজ করত।
এসএএ/এসকেডি