২০ উপজেলা নির্বাচনে প্রচারণার সুযোগ দিতে ইসির নির্দেশ
স্থগিত হওয়া ২০ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (০২ জুন) এ বিষয়ে নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকসহ রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান।
নির্দেশনায় বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের ৯ জুন অনুষ্ঠেয় ভোট নিয়ে ২০ উপজেলা পরিষদের নির্বাচনে আইন ও বিধি মোতাবেক নির্বাচনে প্রচারণার সুযোগ দিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
যে ২০ উপজেলায় ভোট হবে সেগুলো হলো, বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা, খুলনার কয়রা, ডুমুরিয়া ও পাইকগাছা, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি এবং নেত্রকোণার খালিয়াজুরী।
এর আগে, ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রথমে ১৯টি এবং পরে আরও তিনটিসহ মোট ২২টি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে ইসি। এই ২২ উপজেলার মধ্যে দুই উপজেলার ভোট চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে এবং বাকি ২০ উপজেলার ভোট ৯ জুন অনুষ্ঠিত হবে।
এসআর/কেএ