আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিলো কক্সবাজারের কিশলয়
মালেশিয়ায় ‘শ্রি আমান এনভায়রনমেন্টাল অ্যান্ড ইংলিশ ইউথ লিডারশিপ সামিট ২০২৪’ এ অংশ নিয়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন। ওই সামিটে বাংলাদেশ থেকে কিশলয় ও ইংল্যান্ড, জাপান, ডেনমার্কসহ বিশ্বের ১৬টি দেশ অংশ নেয়।
এই প্রতিযোগিতা ফিজিক্যাল এবং অনলাইন ভার্সনে হয়ে থাকে। কিশলয় অনলাইন ভার্সনে অংশগ্রহণ করে। এতে পাবলিক স্পিকিং কম্পিটিশনে কৃতিত্বের সাথে প্রতিযোগিতা করে কিশলয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী আফরা আমীন জিপা এবং ইকো আইনস্টাইন কম্পিটিশনে অংশ গ্রহণ করে বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী মনোয়ারা আক্তার ও নাফিসা তাবাসসুম ইকরা। এরা তিনজন বিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য।
এদের টিচার অ্যাডভাইসার ছিলেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জুলকর নাইন।
এই প্রতিযোগিতায় এ পর্যন্ত অংশগ্রহণ করেছে ডেনমার্ক, ইংল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, ব্রুনাই, ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, লাউস, মঙ্গোলিয়া, কম্বোডিয়া এবং মালদ্বীপ।
ইংরেজি শিক্ষক জুলকর নাইন বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ এক অন্যরকম অভিজ্ঞতা। পৃথিবীকে যে গ্লোবাল ভিলেইজ বলা হচ্ছে তার বাস্তব উদাহরণ এটি। আমাদের শিক্ষার্থীরা এরকম দূরবর্তী গ্রামেই বসেই অন্য দেশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে এবং নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারছে। সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে আমরা গ্রাম পর্যায়ের বিদ্যালয় হয়েও বাংলাদেশের পতাকাকে আমরাই প্রথম এরকম একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় যুক্ত করতে পেরেছি।’
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সর্বপ্রথম অংশ নেয় কক্সবাজার জেলার চকরিয়ার খুটাখালী ইউনিয়নের কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন।
আরএমএন/এমএ