ভাটারায় জাল নোট ও বিয়ারসহ যুবক আটক
রাজধানীর ভাটারায় অভিযান পরিচালনা করে জাল টাকা এবং বিপুল পরিমাণ বিদেশি বিয়ার বহনকারী প্রাইভেটকারসহ এক কারবারিকে আটক করেছে র্যাব।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) এএসপি মাহফুজুর রহমান জানান, সম্প্রতি জাল টাকা তৈরির সঙ্গে বেশ কয়েকটি চক্র জড়িত আছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। এই চক্রগুলো জাল টাকা তৈরি করে নির্দিষ্ট কয়েকজন সদস্য দিয়ে আসল টাকার ভেতর জাল টাকা মিলিয়ে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। বৃহস্পতিবার ভোর ৪টায় র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন মাদানী অ্যাভিনিউ, সাঈদনগর ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. সাইদুল ইসলাম সাগরকে (২৯) আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের মোবারক মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ২৩৪ ক্যান বিয়ার, ৯৬ হাজার জাল টাকা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার সাইদুল ইসলাম সাগর মূলত দীর্ঘদিন ধরে জাল টাকা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেইউ/এসকেডি