পল্লী বিদ্যুতের ৯৩ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিচ্ছিন হয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৯৩ শতাংশ গ্রাহক ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ৮৭ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় জানানো হয়, ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা তিন কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক ৪ লাখ ৫৩ হাজার ৮১ জন। ইতোমধ্যে আরইবির ২ কোটি ৮২ লাখ গ্রাহককে এবং ওজোপাডিকোর ৩ লাখ ৯৫ হাজার ৫৩১ জন গ্রাহককে পুনঃসংযোগ প্রদান করা হয়েছে।
ওএফএ/এসকেডি