পেনশন স্কিমে রেজিস্ট্রেশনে চট্টগ্রাম জেলার অনন্য মাইলফলক
সর্বজনীন পেনশন স্কিমে দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চাশ হাজার রেজিস্ট্রেশনের মাইলফলক অতিক্রম করেছে চট্টগ্রাম জেলা। সোমবার (২৭ মে) পর্যন্ত দেশে এখন পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেছেন প্রায় দুই লাখ বায়ান্ন হাজার গ্রাহক। এর মধ্যে চট্টগ্রাম থেকে রেজিস্ট্রেশন হয়েছে ৫০ হাজারেরও বেশি। শতকরা হিসেবে যা পুরো দেশের মোট রেজিস্ট্রেশনের ২০ শতাংশ।
মঙ্গলবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম। যা বৃদ্ধ বয়সে সবার অবলম্বন হিসেবে বিবেচিত হবে। চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত জেলা হওয়াতে এখানকার মানুষ এ ধরনের স্কিমে অংশগ্রহণ করতে ব্যাপক আগ্রহী। আগামী জুলাইয়ের মধ্যে এক লাখ রেজিস্ট্রেশনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন কাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম জেলায় ৫০ হাজার ৬৮৮টি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাউজান উপজেলায় আট হাজার ৬৪৭টি, সীতাকুণ্ডে পাঁচ হাজার ৬২০টি, বাঁশখালীতে চার হাজার ৬০২টি, কর্ণফুলীতে তিন হাজার ২৩৩টি এবং চন্দনাইশে তিন হাজার ২১৪টি রেজিস্ট্রেশন হয়েছে।
এদিকে, জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিল্প প্রতিষ্ঠান হিসেবে কেএসআরএম গ্রুপ সর্বপ্রথম তাদের সব কর্মকর্তা-কর্মচারীকে পেনশন স্কিমে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।
এমআর/কেএ