মূল্য পরিস্থিতি সহনশীল, নাগরিকদের অসন্তুষ্ট হওয়ার কারণ নেই
দেশের মূল্য পরিস্থিতি সহনশীল রয়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। নাগরিকদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণও দেখছেন না তিনি।
সোমবার (২৭ মে) বিকেলে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ দাবি করেন।
সভায় কৃষিমন্ত্রী ছাড়াও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘এখানে যে বৈঠক হয়েছে, বৈঠকে আমরা আগামীতে যাতে আমাদের সকল পর্যায়ের বাজার ব্যবস্থা আরও সুন্দরভাবে নিশ্চিত হয়, তার জন্য সবাই একমত হয়েছি কাজ করার জন্য। অতীতেও একমত ছিলাম। এটাতে নতুন নতুন কোনো বিষয় যোগ হয়েছে কি না, সেটা নিয়ে আলোচনা করেছি আমরা। আমাদের দ্রব্যমূল্য নিয়েই প্রশ্ন করেন সাংবাদিকরা। আমাদের মূল্য পরিস্থিতি সহনশীল অবস্থায় আছে। এতে কোনো সন্দেহ নেই।’
‘না হলে কিন্তু আমি দেখতাম দু’দিন পরপর মিটিং-মিছিল এগুলো হতো। আর আমরা তো মিছিল করে করেই এত বড় হয়েছি। এগুলো নিয়ে তো আমাদের অভিজ্ঞতার অভাব নেই।’
তিনি বলেন, ‘আমরা যে তিনজন এখানে বসে আছি, আমরা এক মাস পর বা দুই মাস পর বসব বাজেট শেষ হওয়ার পর। বসব, দেখব প্রত্যেকটা জিনিস যেমন চাল বলেন, চিনি বলেন, রসুন বলেন সবগুলোই আমরা দেখেছি কম্পারেটিভ পিকচার আমাদের প্রতিবেশী দেশের সাথে... আমরা কিন্তু সব জায়গায় একটা প্রিমিয়াম পজিশনে আছি। এজন্য আমরা বলব যে আমাদের দেশের নাগরিকদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। জনগণকে সন্তুষ্ট রাখার জন্য আমরা সব ব্যবস্থাই চালিয়ে যাচ্ছি।’
আপনি যেটা বললেন সহনীয় মূল্য রয়েছে। আজ যে বাজার দর সেটা কি সাধারণ মানুষের জন্য সহনীয়– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আব্দুস শহীদ বলেন, ‘অতীতে একটু দাম বাড়লেই রাস্তা গরম হয়ে যেত, এখন এগুলো তো নাই।’
এসএইচআর/এসএসএইচ