ঝিনাইদহ-১ আসনে ভোট কর্মকর্তার তালিকা প্রস্তুতের নির্দেশ
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার তালিকা আগাম তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ মে’র মধ্যে এ তালিকা প্রস্তুত করতে বলেছে ইসি।
সম্প্রতি নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ প্রসঙ্গে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে— নির্বাচন কমিশন কর্তৃক ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্তভাবে প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ চূড়ান্ত করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯ অনুচ্ছেদ অনুযায়ী রিটার্নিং অফিসার তার অধীন নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের উদ্দেশ্যে একটি প্যানেল প্রস্তুত করবেন।
আরও পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে অত্র সচিবালয় থেকে জারিকৃত নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত করবেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগের জন্য প্রস্তুতকৃত প্যানেল ঝিনাইদহ-১ শূন্য আসনে নির্বাচন উপলক্ষ্যে ১৬ মে’র মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করতে হবে।
এদিকে ভোটকেন্দ্র নির্ধারণের নির্দেশনায় বলা হয়েছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল শূন্য আসনের নির্বাচনেও ঐ সব ভোটকেন্দ্র বহাল রাখতে হবে। তবে কোনো ভোটকেন্দ্র কোনো প্রার্থীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবাধীন হলে তা কমিশনকে অবহিত করতে হবে। এছাড়া উল্লিখিত নির্বাচনী এলাকার অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করতে হবে। উল্লিখিত অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে অভিজ্ঞ প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তফসিল অনুযায়ী, বর্তমানে আপিল নিষ্পত্তির কাজ চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭মে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন।
এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।
এসআর/এমজে