১৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে ২ মামলা
১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর এক গার্মেন্টস ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ মে) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন।
আসামিরা হলেন, গার্মেন্টস ব্যবসায়ী মো. মাসুদুর রহমান ও তার স্ত্রী এলিজা আক্তার উর্মি। তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হওয়ার পর দুদক ২০১৭ সালের আগস্টে নোটিশ পাঠিয়ে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশনা দেয়। সেই অনুযায়ী নির্ধারিত সময়ে একই বছর সম্পদ বিবরণী দাখিল করেন ওই দম্পতি। পরে তা যা যাচাই-বাছাই শেষে মাসুদুরের বিরুদ্ধে ৮ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকার বেশি মূল্যের জ্ঞাতআয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে।
অপর মামলায় এলিজা আক্তার উর্মির বিরুদ্ধে অভিযোগ, তিনি দুদকের নির্দেশে সম্পদ বিবরণী দাখিল করার পর তা যাচাই-বাছাই শেষে তার নামে ৪ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়।
আরএম/এমএ