শাহ আমানতে প্লেন থেকে ৩ কোটি টাকা মূল্যের ডলার ও সৌদি রিয়াল জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেনে অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও আমেরিকান ডলার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বিমান বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী একটি ফ্লাইট থেকে মুদ্রাগুলো জব্দ করা হয়।
ব্যাগটিতে এক হাজার ৮৭৫ পিস সৌদি রিয়াল পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা। একই ব্যাগে ১০০ পিস মার্কিন ডলার পাওয়া যায়। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আলিফ রহমান ঢাকা পোস্টকে বলেন, বিমান বাংলাদেশের ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে বিমানটিতে অভিযান পরিচালনা করা হয়। বিজি ১৪৭ ফ্লাইটের ১৭-এ সিটের ওভারহেড বিনের ভেতর মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি স্ক্যানিং করে বিদেশি মুদ্রাগুলো জব্দ করা হয়।
এমআর/কেএ