বৈশাখ মাসে শিলাবৃষ্টি কি স্বাভাবিক?
তীব্র তাপপ্রবাহের পর রাজধানীর জনজীবনে স্বস্তি ফিরিয়েছে রোববার রাতের বজ্রসহ শিলাবৃষ্টি। সঙ্গে ছিল প্রচণ্ড ঝোড়ো বাতাস। রাতের বৃষ্টির ফলে সোমবার দিনের তাপমাত্রা কমে এসেছে। তবে বজ্র ও শিলাবৃষ্টির কারণে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে জনমনে।
সোমবার (৬ মে) সকালে প্রকাশিত আবহাওয়া বার্তায় আগামী ২৪ ঘণ্টায় আবারও সারাদেশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে আবহাওয়াবিদ আবদুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, বৈশাখ মাসে শিলাবৃষ্টির ঘটনা স্বাভাবিক বিষয়। আমাদের দেশে ইংরেজি মার্চ-এপ্রিল মাসে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে। তবে গতমাসে যেহেতু ভূপৃষ্ঠের তাপমাত্রা বেশি ছিল সেজন্য শিলাবৃষ্টি হয়নি। তবে এখন তাপমাত্রা কমার ফলে ঘনঘন শিলাবৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিলাবৃষ্টি কেন হয় জানতে চাইলে তিনি বলেন, এটি মৌসুমি প্রাকৃতিক ঘটনা যা মেঘের ওপর ঠান্ডা বা গরম বায়ুর প্রভাবে ঘটে। এটি আমাদের জন্য নতুন কিছু নয়। কিন্তু সমস্যা হচ্ছে দিনদিন জলবায়ুর পরিবর্তনের কারণে এটির ডিউরেশন (সময়) এবং আকার বেড়ে যাচ্ছে। আগের চেয়ে বেশি শিলাবৃষ্টি হচ্ছে এবং শিলার আকারও বড় হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এমনটি হতে পারে। আবহাওয়ার ধর্ম হচ্ছে উষ্ণ বায়ু (গরম বায়ু) উপরের দিকে উঠবে আর শীতল বায়ু নিচের দিকে নামবে।
এরমধ্যে যদি শীতল পানির উৎস পাওয়া যায় তখন মেঘে বরফ জমতে থাকে। একপর্যায়ে বেশি ভারী হয়ে গেলে বাতাস আর সেই বরফ বইতে পারে না। তখন বজ্র মেঘের সঙ্গে সেই বরফ শিলাবৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে। এর সঙ্গে আবহাওয়ার পাশাপাশি ভৌগোলিক কারণও রয়েছে।
এই আবহাওয়াবিদ আরো বলেন, এই মাস জুড়ে শিলাবৃষ্টি, বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে তাপপ্রবাহ থাকবে না। দিন এবং রাতের তাপমাত্রা কমে আসবে। হয়ত দু-এক জায়গায় হতে পারে তবে সেটির ধরন হবে ‘মৃদু’ (হালকা)। তবে আগামী মাসের শুরুতে মৌসুমি বায়ু বাংলাদেশের আবহাওয়ায় প্রবেশ করলে শিলাবৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পরিমাণ কমে যাবে বলেও জানান তিনি।
অপরদিকে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আরএইচটি/জেডএস