আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল, জরিমানা
চট্টগ্রাম নগরের বিভিন্ন আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রোববার (৫ মে) সংস্থাটির চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চান্দগাঁও থানার বহদ্দারহাট সারা আইসক্রিম ফ্যাক্টরি এবং নতুন চান্দগাঁও থানার নাজের ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরিকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা।
চট্টগ্রামের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, কারখানা দুটিতে মানবস্বস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। এই দুটি প্রতিষ্ঠান ছাড়াও রোববারের অভিযানে চকবাজারের মিষ্টি মুখ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের বিপরীতে পিরাণী হোটেলকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এমআর/জেডএস