গরমে যাত্রীর কাছ থেকে পানি খেয়ে রিকশা খোয়ালেন চালক
রাজধানীর ওয়ারীর ওয়্যার স্ট্রিটের গলির ভেতরে অজ্ঞান পার্টির কবলে পড়ে রিকশা খোয়ালেন অজ্ঞাত এক চালক।
সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ওয়ারী থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিধু জানান, আজ রাতের দিকে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ভবনের ৬০১নং ওয়ার্ডে ভর্তি দেন।
তিনি আরো জানান, খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই তখন ওই রিকশাচালকটি অল্প অল্প কিছু কথা বলতে পারতেন। তিনি তখন এতটুকুই বলেছিলেন বংশাল থেকে একজন প্যাসেঞ্জার নিয়ে তিনি ওয়ারি এলাকায় এসেছিলেন। পথিমধ্যে তার পানি পিপাসা লাগলে ওই রিকশা প্যাসেঞ্জার তাকে পানি খেতে দেয়। এরপর তার আর কিছুই মনে নেই। রাস্তার পাশে পড়েছিলেন তিনি।
এ সময় তার রিকশাও ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ওই রিকশাচালকের কাছে একটি বাটন মোবাইল পাওয়া গেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
এসএএ/এমজে